ক্যাটাগরি

ভোলায় পুকুরে ইলিশ, এলাকায় চাঞ্চল্য

উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়ন
পরিষদ চেয়ারম্যান হাসেম মহাজনের
আমিনপুর গ্রামের পুকুরে শুক্রবার এই মাছ ধরা পড়ে।

চেয়ারম্যান বলেন, জেলেরা পানি
সেচে মাছ ধরার সময় অন্য মাছের সঙ্গে বড় আটটি
ইলিশ পেয়েছেন। প্রতিটির ওজন প্রায়
এক কেজি।

পুকুরে ইলিশ আসল কিভাবে সে সম্পর্কে
তিনি বলেন, “গত বর্ষা মৌসুমে আমার পুকুরে
জোয়ারের পানি
ঢোকে। সে সময় এই ইলিশ পুকুরে
এসে থাকবে।”

পুকুরে ইলিশ ধরা পড়ার খবরে এলাকায়
চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ভিড় করে দেখতে গিয়েছে। অনেকে তুলেছে ছবি।

ওই এলাকার বেসরকারি ‘পরিবার
উন্নয়ন সংস্থার’
ব্যবস্থাপক মো. আনিস হাওলাদার বলেন,
“সেচ করে মাছ ধরছিলেন স্থানীয় জেলেরা। ওই সময় অন্যান্য
মাছের সঙ্গে
আটটি ইলিশ
মাছ পান
তারা। খবর পেয়ে এলাকার
লোকজন ছুটে যায়। আমিও সেখানে যাই। পুকুরের তাজা ইলিশ
হাতে নিয়ে
ছবি তুলেছি।”

জোয়ারের পানির সঙ্গে মাছগুলো পুকুরে এসে থাকবে বলে ধারণা করছেন
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের
সহকারী পরিচালক
এ এফ
এম নাজমুস
সালেহীন।

“পুকুরে ইলিশ চাষের গবেষণা চললেও
তা এখনও বাস্তবায়নের পর্যায়ে আসেনি। ওই মাছগুলো জোয়ারের পানির সঙ্গে পুকুরে এসে থাকবে।”