বিশ্ব মানচিত্রে আবির্ভূত হওয়ার পর ঘটনাবহুল ৫০ বছরে বাংলাদেশের অর্জনগুলোই হোয়াইট বোর্ডের এবারের সংখ্যার মূল উপজীব্য। পাশাপাশি যুদ্ধ-বিধ্বস্ত ও দরিদ্র দেশ থেকে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হওয়া বাংলাদেশের বর্তমান উন্নয়ন কার্যক্রমের পর্যবেক্ষণ এবং ভবিষ্যতের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এ সংখ্যার নিবন্ধগুলোতে।
ম্যাগাজিনের প্রধান সম্পাদক সিআরআইয়ের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক এ সংখায় লিখেছেন সম্পাদকীয় নিবন্ধ ‘গো বোল্ডলি ইন টু দ্য ফিউচার, বাট ডোন্ট ফরগেট দ্য পাস্ট’।
যুক্তরাষ্ট্রের দুই অধ্যাপক জিওফ উড এবং জো ডিভাইন তাদের ‘অন বিহাফ অব রাইট অ্যান্ড পলিটিক্যাল কোহেশন ইন আ নিউলি লিবারেটেড বাংলাদেশ’ শীর্ষক নিবন্ধে বাংলাদেশের উন্নয়নকে বর্ণনা করেছেন একটি ‘প্যারাডক্স’ হিসেবে।
ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে রাষ্ট্রীয় নীতি গ্রহণের উপযোগিতা বাংলাদেশের আছে কি না এবং অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে তা কীভাবে কাজে লাগানো যায়, সেই আলোচনা এসেছে প্রিয়াঙ্কা কান্তি বোসের লেখা ‘সেক্যুলারিজম অ্যান্ড ইটস জার্নি ইন বাংলাদেশ’ নিবন্ধে।
লিঙ্গভিত্তিক সহিংসতা সমাজের জন্য কেন হুমকি- ‘দ্য উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি এজেন্ডা ইন কনটেমপোরারি বাংলাদেশ’ নিবন্ধে তা বিশ্লেষণ করেছেন গবেষক মেঘনা গুহঠাকুরতা। তাসলিম ইয়াসমিনের লিখেছেন ‘দ্য কোয়েশ্চেন অব সেক্সুয়াল ভায়োলেন্স ল ইন বাংলাদেশ’ নামে একটি নিবন্ধ।
রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লে তা উন্নয়ন ও সম্ভাবনা তৈরিতে কীভাবে ভূমিকা রাখে, ‘দ্য স্টোরি অব উইমেন ইন পলিটিক্স ইন বাংলাদেশে’ নিবন্ধে তা দেখিয়েছেন আরমা দত্ত এবং সুফিয়া খানম।
বিদ্যুৎ খাতের পরিবর্তন নিয়ে অধ্যাপক ম তামিম লিখেছেন ‘দ্য ট্রান্জিশন অব ইলেকট্রিসিটি জেনারেশন ইন বাংলাদেশ’। আর মইন গণি লিখেছেন ‘বাংলাদেশ অ্যান্ড ফিফটি ইয়ারস ইন্টারন্যাশনাল ল’ শীর্ষক একটি নিবন্ধ।
দেশের নদী পথের ভবিষ্যৎ এবং চতুর্থ শিল্প বিপ্লবে বাংলাদেশের অবস্থান নিয়েও দুটি নিবন্ধ প্রকাশিত হয়েছে এবারের সংখ্যায়।
গত বছর সেপ্টেম্বরে ত্রৈমাসিক ‘হোয়াইট বোর্ড’ এর প্রথম সংখ্যা প্রকাশ করে সিআরআই, যা সাজানো হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের নীতি ও কৌশলগুলো নিয়ে। আর ডিসেম্বরে প্রকাশিত দ্বিতীয় সংখ্যায় ছিল মহামারীকালে অর্থনীতির পুনরুদ্ধারের নীতিনির্ধারণী বার্তা।
হোয়াইটবোর্ড ম্যাগাজিনের তৃতীয় সংখ্যা ইন্টারনেটেও অবমুক্ত করেছে সিআরআই, যা এ সাময়িকীর ওয়েবসাইটে (www.whiteboardmagazine.com ) পড়া যাবে।