ঘরের মাঠে রোববার স্থানীয় সময় বিকেলে লিগ ম্যাচটি ১-০ গোলে জিতেছে বেনেভান্তো। একমাত্র গোলটি করেন আদোলফো।
গত নভেম্বরে ক্রিস্তিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে দলটির মাঠে ১-১ ড্র করেছিল ইউভেন্তুস।
সাতটি ড্রয়ের সঙ্গে এই চতুর্থ হারে টানা দশমবারের মতো লিগ শিরোপা জয়ের আশা আরও ফিকে হয়ে গেল ইউভেন্তুসের। শীর্ষে থাকা ইন্টার মিলানের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে তারা।
প্রথমার্ধে ইউভেন্তুস বল দখলে অনেক এগিয়ে থাকলেও তাদের পারফরম্যান্স ছিল ছন্নছাড়া। উল্লেখযোগ্য কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। বিরতির কিছুক্ষণ আগে রোনালদো জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।
বিরতির পরও বল দখলে আধিপত্য দেখায় ইউভেন্তুস। কিন্তু আক্রমণে কিছুই করতে পারছিল না তারা। এর মাঝেই ৬৯তম মিনিটে তাদের ভুলের সুযোগে পার্থক্য গড়ে দেন আদোলফো।
ডি-বক্সের ডান দিক থেকে মিডফিল্ডার আর্থার বল ক্লিয়ার করতে গিয়ে বাঁ দিকে দানিলোকে দুর্বল পাস দেন। মাঝমাথে বল ধরে ডি-বক্সে দানিলোর চ্যালেঞ্জ এড়িয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন আর্জন্টাইন ফরোয়ার্ড আদোলফো।
২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার। এসি মিলানের পয়েন্ট ৫৬। আর তিন নম্বরে ইউভেন্তুসের পয়েন্ট ৫৫।
১১ ম্যাচ পর জয়ের দেখা পাওয়া বেনেভেন্তো ২৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে ১৬তম স্থানে।