ক্যাটাগরি

গাইবান্ধায় মাকে মারধরের অভিযোগে ছেলেকে পুলিশে সোপর্দ

রোববার
উপজেলার দামোদরপুর ইউনিয়নের ভাঙ্গামোড় টুবরিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ ও
স্থানীয়রা জানান।

আটক নাছির
হোসেন ‘মাদকাসক্ত’ এবং প্রায় সময়ই মাকে মারধর করত বলে প্রতিবেশী ভাঙ্গামোড় টুবরিপাড়ার
বাসিন্দা কৃষক মজনু মিয়া জানান।

দামোদরপুর
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ জেড এম সাজেদুল ইসলাম স্বাধীন বলেন, মাদক সেবনের জন্য টাকা
চেয়ে না পেয়ে ‘মাদকাসক্ত’ নাছির হোসেন তার মাকে পেটান। খবর পেয়ে তিনি গ্রাম পুলিশ পাঠিয়ে
নাছিরের হাত থেকে তার মাকে উদ্ধার করেন। “খবর পেয়ে এলাকার বিক্ষুব্ধ লোকজন নাছিরকে
আটক করে; পরে সাদুল্লাপুর থানা পুলিশ তাকে নিয়ে যায়।”

সাদুল্লাপুর
থানার ওসি মাসুদুর রহমান বলেন, বিকালে খবর পাওয়ার পরপরই পুলিশ নাছিরকে আটক করে থানায়
নিয়ে এসেছে।

তিনি আরও
বলেন, এই ঘটনায় পরিবারের কেউ থানায় অভিযোগ না করায় পুলিশ মামলা করেছে।