গত কিছুদিন নাসির শিরোনামে ছিলেন মাঠের বাইরের খবরে। তার স্ত্রীর আগের স্বামীর মামলা নিয়ে ঝামেলা পোহাতে হয়েছে বেশ, বিতর্ক হয়েছে তুমুল। এখন তাকে মনোযোগ দিতে হচ্ছে মাঠে। সোমবার শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে অভিজ্ঞ এই ক্রিকেটার যথারীতি খেলবে রংপুর বিভাগের হয়ে।
গত মৌসুমের আগে তাকে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে ভয়ঙ্কর এক চোটে। তার হাঁটুতে অস্ত্রোপচার হয় তিনটি! পরে মাঠে ফিরলেও আবার কোভিড বিরতির পর দেশের কোনো টুর্নামেন্টে খেলতে পারেননি হ্যামস্ট্রিংয়ের চোট ও ফিটনেস সমস্যায়। সেই চোটের আতঙ্ক পুরোপুরি কাটেনি, রোববার মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন নাসির।
“ইনজুরি এখনও আমার মাথা থেকে পুরোপুরি যায়নি,
সত্যি বলতে। বলব না এখনও একশ ভাগ ফিট। মনের মধ্যে ভয় কাজ করছে। চেষ্টা করছি শতভাগ ফিট হওয়ার জন্য। খেলার মাধ্যমেই ভয়টা কাটানো সম্ভব। খেলা আর জিম-রানিংয়ের মাধ্যমে পুরোপুরি শেষ হওয়া সম্ভব।”
কোভিড বিরতির আগে গত বছরের মার্চে স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের একটি রাউন্ড খেলে ফিফটি করেছিলেন নাসির। এরপর লম্বা সময় ক্রিকেটবিহীন জীবন। গত মার্চ থেকে এই মার্চ পর্যন্ত এক বছরে স্রেফ খেলতে পেরেছেন কেবল জানুয়ারি-ফেব্রুয়ারিতে আবু ধাবিতে টি-টেন টুর্নামেন্টে। সেই আসরে পুনে ডেভিলস দলের অধিনায়ক ছিলেন তিনি। ব্যাটে-বলে একটি করে ম্যাচে মোটামুটি ভালো করলেও খুব ভালো ছিল না সার্বিক পারফরম্যান্স।
বিয়ে সংক্রান্ত জটিলতায় বেশ ঝামেলা পোহাতে হয়েছে নাসিরকে। ছবি: ফেইসবুক
সব পেছনে ফেলে এবার জাতীয় লিগে রানের বন্যা বইয়ে দিতে চান ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।
“দীর্ঘদিন পর খেলার সুযোগ পেয়ে অবশ্যই খুব ভালো লাগছে। প্রায় এক বছর পর আমরা প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। টুর্নামেন্টটা ভালোভাবে সম্পন্ন করার চেষ্টা থাকবে।”
“এটা আমার কামব্যাক টুর্নামেন্ট। চেষ্টা থাকবে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার। যেহেতু ৬টা ম্যাচ,
৬ ম্যাচে যেন অন্তত ৮০০ বা হাজার রান করতে পারি। এটাই আমার চেষ্টা থাকবে।”
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারের বিশ্বাস, মাঠের বাইরের বিতর্ক তার মাঠের ক্রিকেটে প্রভাব ফেলবে না।
“এটা ক্রিকেট মাঠ। এখানে খেলতে এলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না। কোনো খেলোয়াড়েরই থাকে না। বাইরে যাই হোক না কেন,
ব্যাটিং-বোলিং করার সময় এসব চিন্তা থাকে না। আমি যা-ই করেছি লিগ্যালি করেছি। হয়তো সংবাদ সম্মেলন ডেকে আপনাদের বিস্তারিত দেখিয়ে দিব।”
“এটুকুই শুধু বলি-
আমরা এতটা গাধা নই যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব। দেখুন,
আমরা সব কাগজপত্র সেভাবে দেখাইনি। ২-৩ জন ইউটিউবার এসব নিয়ে খবর প্রচার করছে আর মানুষজন এতটাই অশিক্ষিত,
একতরফাভাবে এসব শুনে মাতামাতি করছে।”