ক্যাটাগরি

১৬ ঊর্ধ্ব সবাইকে টিকা দেবে সৌদি আরব ও আমিরাত

রোববার রিয়াদের পক্ষ থেকে জানানো হয়, তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ১৬ ও তার থেকে বেশি বয়সের বাসিন্দাদের ফাইজার এবং ১৮ ও তার বেশি বয়সের নাগরিক ও বাসিন্দাদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে।

এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এদিকে সংযুক্ত আরব আমিরাত নিজেদের অর্থনীতির চাকা সচল রাখতে বাসিন্দাদের দ্রুত টিকার আওতায় আনার ব্যবস্থা করেছে। শতাংশের হিসেবে সবচেয়ে বেশি নাগরিকদের টিকার আওতায় আনা দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দেশটি। সবার আগে আছে ইসরায়েল।

আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে দেশটির ১৬ বা তারচেয়ে বেশি বয়সের নাগরিক ও বাসিন্দাদের কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করতে বলা হয়েছে। এরইমধ্যে আমিরাতের ৭৩ শতাংশ বয়স্ক নাগরিক ও বাসিন্দা এবং যাদের দীর্ঘমেয়াদী রোগ রয়েছে তাদের টিকা দেওয়া হয়ে গেছে।

আমিরাতে বিনামূল্যে চার ধরনের কোভিড-১৯ টিকা দেওয়া হচ্ছে।

এবারের শীত মৌসুমে দুবাই পর্যটকদের জন্য দরজা খুলে দেওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে দৈনিক শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করে। লকডাউন এড়াতে কর্তৃপক্ষ পুনরায় পাবলিক ভেন্যুতে কঠোর বিধিনিষেধ আরোপ করে। এখন আবার সংক্রমণ কমতে শুরু করেছে। ফলে বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। তবে এখনো মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বাজায় রাখার নিয়ম জারি আছে।

আমিরাতে শনিবার দুইহাজার ১৩ জন নতুন রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট শনাক্ত চার লাখ ৩৮ হাজার ৬৩৮ জন। মারা গেছেন ১,৪৩৩ জন।