ক্যাটাগরি

কোভিড-১৯: চট্টগ্রামে অনুষ্ঠান সীমিত করার নির্দেশনা

রোববার চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এ নির্দেশনা জারি
করেন।

মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে হোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন
সেন্টারে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য বেশ কয়েকটি
নির্দেশনা দেওয়া হয়।

* কমিউনিটি সেন্টারে ধারণক্ষমতার এক চতুর্থাংশের বেশি অতিথি বসার ব্যবস্থা
করা যাবে না; ১০০ জনের বেশি জমায়েত করা যাবে না।

* অনুষ্ঠানস্থলের প্রবেশমুখে শরীরের তাপমাত্র পরীক্ষা, হ্যান্ড স্যানিটাইজার
বা সাবান-পানি দিয়ে হাত ধুয়ে এবং তিন ফুট দূরত্বে অবস্থান নিশ্চিত করতে হবে।

* মাস্ক পরে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে হবে; প্রবেশ ও বাহির পথের জন্য
আলাদা পথ রাখতে হবে, যেখানে তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

এসব শর্ত পালনে ব্যর্থ হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত
পরিচালনাসহ অতিথি নিয়ন্ত্রণ আইন এবং সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল)
আইনে ব্যবস্থা নেয়া হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।