ক্যাটাগরি

চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরল কাওরান বাজার

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার ৩-১ গোলে জেতে কাওরান বাজার। পঞ্চদশ মিনিটে সাকিবের গোলে পিছিয়ে পড়া দলকে ৬৫তম মিনিটে সমতা ফেরান ইমন। পরে রুমি (৭৪তম মিনিট) ও জয়নালের (৭৬তম মিনিট) গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

নয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আগের ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে ড্র করা কাওরান বাজার। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নোফেল স্পোর্টিং। ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে স্বাধীনতা ক্রীড়া সংঘ।

প্রিমিয়ার লিগে ওঠার মিশনে নেমে এ নিয়ে চতুর্থ হারের তেতো স্বাদ পেল উত্তরা এফসি। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে ৯ম স্থানে আছে দলটি।