ক্যাটাগরি

ডিজিটাল নিরাপত্তা আইনে চুয়েটছাত্র গ্রেপ্তার

গ্রেপ্তার সৌরভ চৌধুরী (২৪) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
(চুয়েট) পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

রোববার ভোররাতে চট্টগ্রাম মহানগরীর নালাপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার
করা হয় বলে চট্টগ্রামের (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) এএসপি আনোয়ার হোসেন শামীম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘ফেইসবুকে একজনের স্ট্যাটাসে ধর্মীয়
বিদ্বেষপূর্ণ’ মন্তব্য করায় সৌরভকে থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানায়
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

সৌরভকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে আনোয়ার জানান।