লন্ডন স্টেডিয়ামে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেন জেসে লিনগার্ড, জ্যারড বোয়েন, তমাস সুচেক। দুটি আত্মঘাতী গোলের পর সমতা টানেন আলেকসঁদ লাকাজেত।
গত সেপ্টেম্বরে লিগে দুই দলের প্রথম দেখায় ঘরের মাঠে ২-১ গোলে জিতেছিল আর্সেনাল।
(বিস্তারিত আসছে)