মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন রোববার বলেন, “তিনি শনিবার
পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রোববার কোভিড পজিটিভ আসে।”
প্রতিমন্ত্রী এখন সাভারে
তার নিজের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তার একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানান তথ্য
কর্মকর্তা সেলিম।
গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনাভাইরাসের গণ টিকাদান শুরু হলে প্রথম
দিনই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছিলেন সাভারের
এমপি এনাম। তার দেড় মাসের মাথায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ল।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীনের দেহে
করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল টিকা নেওয়ার ১২ দিন পর। ঢাকার পুলিশ কমিশনার
মোহা. শফিকুল ইসলাম টিকা নেওয়ার এক মাসের মাথায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে
হাসপাতালে ভর্তি হন।
গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে করোনাভাইরাসের টিকাদান শুরুর পর প্রথম
দিন স্বাস্থ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে করোনাভাইরাসের টিকা
নিয়েছিলেন মহাপরিচালক খুরশীদ আলম। দেড় মাসের মাথায় টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার আগেই
তার শরীরে সংক্রমণ ধরা পড়ে দুদিন আগে।
বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সেরাম
ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা। সবাইকে এ টিকার
দুটি ডোজ নিতে হবে।