পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফা ভোটের আর এক সপ্তাহও বাকি নেই। চলছে জোর নির্বাচনী প্রচার।
এনডিটিভি জানায়, নিজ দল বিজেপির পক্ষে প্রচার চালাতে রোববার পশ্চিমবঙ্গের বাঁকুড়া যান মোদী। সেখানে এক সমাবেশে মোদী বলেন, ‘‘বিজেপি বাংলায় আসল পরিবর্তন আনবে। দুর্নীতির খেলা চলবে না, সিন্ডিকেটের খেলা চলবে না, জনগণের টাকা পকেটে পোরা চলবে না।
‘‘আমরা বাংলায় এমন সরকার নিয়ে আসবো যারা সরকারি স্কিমের অর্থ গরীব মানুষের হাতে পৌঁছানো নিশ্চিত করবে। আমরা এমন সরকার আনবো যারা তোলাবাজদের জেলে পাঠাবে।”
তৃণমূল এবার একটি বিতর্কিত নির্বাচনী পোস্টার ছাপিয়েছে। পোস্টারে ‘মোদীর মাথা নিয়ে মমতাকে ফুটবল খেলতে দেখা যাচ্ছে’।
ওই পোস্টারের কথা উল্লেখ করে মোদী বলেন, ‘‘দিদি আপনি আমার মাথায় আপনার পা রাখতেই পারেন…আপনি আমার মাথায় লাথি দিতে পারেন…. কিন্তু আমি আপনাকে বাংলার উন্নয়নে লাথি মারতে দেব না। আমি এই বাঁকুড়া থেকে আপনাকে কিছু বলতে চাই..আমি বাংলার মানুষদের সেবা করার জন্য সব সময় মাথানত করেই আছি।”
ভোটারদের উদ্দেশ্যে বিশেষ করে নতুন ভোটারদের মোদী বলেন, বাংলাকে সোনার বাংলা করতে পশ্চিমবঙ্গে ‘দুই ইঞ্জিনের’ সরকার আসা নিশ্চিত করতে হবে।
পশ্চিমবঙ্গে আট দফা ভোট শুরু হবে ২৭ মার্চ, শেষ দফা ভোট হবে ২৯ এপ্রিল।