ক্যাটাগরি

বাছাই শেষে প্রথম ধাপে একক ইউপি চেয়ারম্যান প্রার্থী ৩১

বাছাইয়ের পর চেয়ারম্যান
পদে একক প্রার্থী ৩১ জনে দাঁড়িয়েছে।

শনিবার ৩৭১টি ইউপির এ
তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান।

৩৭১টি ইউনিয়ন পরিষদে
আগামী ১১ এপ্রিল প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও
সংরক্ষিত সদস্য পদে ভোট হবে। ভোটের আগে ২৪ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার
করা যাবে।

চেয়ারম্যান পদে দলীয়
প্রতীকে ভোট হচ্ছে। আওয়ামী লীগসহ ১১টি দল ভোটে থাকলেও বিএনপি অংশ নিচ্ছে না এবার।

ইসির জনসংযোগ পরিচালক
জানান, রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে ৩৫৩ টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এরমধ্যে
এর মধ্যে চেয়ারম্যান পদে ৭০টি, সংরক্ষিত নারী সদস্য পদে ৫৮টি এবং সাধারণ
সদস্য পদে ২২৫টি মনোনয়ন অবৈধ হয়েছে। তাদের আপিল করার সুযোগ রয়েছে।

এর ফলে চেয়ারম্যান পদে
এখন বৈধ প্রার্থী রয়েছেন ১৬৮০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৪২৫০ জন, সাধারণ সদস্য
পদে রয়েছেন ১৪, ২০৬ জন।

চেয়ারম্যান পদে একক
প্রার্থী জমা দেন ২৭ ইউপিতে। বাছাইয়ের পর আরও চারটি বেড়ে দাঁড়ায় ৩১টিতে।
প্রত্যাহারের সময় শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীর চূড়ান্ত সংখ্যা
জানা যাবে।