‘মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’ স্লোগান নিয়ে পুলিশের দেশব্যাপী
কর্মসূচি শুরু হয়েছে।
পুলিশ বলছে, চলমান কর্মসূচির লক্ষ্য হল জনগণকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি
মেনে চলতে অনুপ্রাণিত করা।
কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের পক্ষে অতিরিক্ত
পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায় শান্তিনগর মোড়ে মানুষের হাতে
মাস্ক তুলে দেন।
করোনাভাইরাস মোকাবেলায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এ সময় তিনি বলেন, “বাংলাদেশে
বর্তমানে করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী হওয়ায় আইজিপি ২১ মার্চ থেকে সারা দেশে ক্যাম্পেইন
শুরু করতে নির্দেশ দিয়েছেন। তারই অংশ হিসেবে পুলিশ সমবেত হয়েছে।
“এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনাদের আহ্বান জানাতে চাই, আপনারা সাবধান থাকুন
ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই স্বাস্থ্যবিধি মানার অন্যতম মাধ্যম হচ্ছে মাস্ক পরিধান
করা। আপনি কিংবা আমরা কেউই করোনা ঝুঁকিমুক্ত নই।”
এদিন মিরপুর, চকবাজার, বংশালসহ রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদেরকে
মানুষের মধ্যে মাস্ক বিতরণ করতে দেখা গেছে।
বংশাল থানার ওসি শাহীন ফকির বলেন, তারা রোববার প্রায় সাতশ মাস্ক বিতরণ
করেছেন। যারা মাস্ক পরছেন না, তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে।