ক্যাটাগরি

সুবর্ণজয়ন্তী: বিএনপির কর্মসূচি পালন নিয়ে অনিশ্চয়তা

আগামী ২৬ মার্চ দুইদিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদীর ঢাকা আসছেন। এজন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা এবং সোহরাওয়ার্দী উদ্যানে একুশে
বইমেলার কারণে ২৬ ও ৩০ মার্চ বিএনপির কর্মসূচি আয়োজন নিয়ে অনিশ্চিয়তা দেখা দিয়েছে।

রোববার বিএনপির সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব
আবদুস সালাম ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী দুপুরে ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত
কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।

তারা ২৬ মার্চ ঢাকায় শোভাযাত্রা ও ৩০ মার্চ সোহরাওয়ার্দীতে সমাবেশ
করার অনুমতি দিতে পুলিশের প্রতি অনুরোধ রাখেন।

আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ২৫,
২৬, ২৮ ও ৩০ মার্চের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনের বিষয় নিয়ে
বিস্তারিত আলোচনা হয়েছে।

“আজকে রাতে আমরা দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাদের সাথে আলোচনা
করে আগামীকাল সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানাব।”

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে
২৫ মার্চ জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা, ২৬ মার্চ সকালে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি
জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন, বিকালে শোভাযাত্রা, ২৮ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট
এবং ৩০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ।

তবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী
ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একসঙ্গে উদযাপনে ১০ দিনের কর্মসূচি নিয়েছে সরকার। ১৭ মার্চ
শুরু হওয়া কর্মসূচি চলবে ২৬ মার্চ পর্যন্ত।

এই ১০ দিন রাষ্ট্রীয় নানা কর্মসূচি থাকবে, যাতে ভারতের প্রধানমন্ত্রীসহ
কয়েকজন রাষ্ট্রনেতার যোগ দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কয়েকজন যোগও দিয়েছেন।

এই সময়ে রাজধানীতে রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি না রাখতে আহ্বান
জানিয়ে রেখেছে ঢাকা মহানগর পুলিশ।