পল্টানের শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী
হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি ৩৯-২৫ গোলে জেতে পুলিশ হ্যান্ডবল ক্লাবের বিপক্ষে। চ্যাম্পিয়ন দলের পক্ষে সাগর সর্বোচ্চ ১৩টি গোল করেন। পুলিশের পক্ষে
সর্বোচ্চ ১১ গোল করেন রাসেল।
মেয়েদের বিভাগে সেরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দল
নারী বিভাগের ফাইনালে আনসার ৩৭-২৫ গোলে
বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল দলকে
হারায়। জয়ী দলের আলপনা আক্তার ও রানার্সআপ পুলিশের রুবিনা ১১টি করে গোল করেন।
প্রতিযোগিতায় নারী বিভাগের সেরা খেলোয়াড়
হয়েছেন আনসারের আলপনা আর পুরুষ বিভাগের
সেরা হয়েছেন বিজিবির মেহেদী।