রোববার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট চলাকালেই স্থানীয় সময় বিকালে কোলেলাস একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে ফ্রান্সে যাওয়ার পথে মারা যান বলে বিবিসি জানিয়েছে।
৬১ বছর বয়সী কোলেলাস কঙ্গো-ব্রাজাভিলের প্রেসিডেন্ট সাসৌ এনগুয়েসোর বিরুদ্ধে দাঁড়ানো ছয় প্রার্থীর একজন ছিলেন।
তার নির্বাচনী প্রচার পরিচালক বলেছেন, “রোববার বিকালে তাকে ব্রাজাভিল থেকে নিয়ে যাওয়ার জন্য আসা মেডিকেল বিমানের ভেতরেই কোলেলাসের মৃত্যু হয়।”
নির্বাচনী প্রচারের শেষ দিন শুক্রবার পরীক্ষায় তার করোনাভাইরাস ধরা পড়েছিল। তিনি ডায়াবেটিকে আক্রান্ত ছিলেন।
পর্যবেক্ষকরা জানিয়েছেন, রোববারের নির্বাচন শান্তিপূর্ণ হলেও ভোটারদের উপস্থিতি কম ছিল।
বিবিসি জানিয়েছে, নির্বাচনের একদিন আগে গ্রহণ করা ফুটেজে কোলেলাসকে অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল, ওই সময় তিনি অক্সিজেন মাস্ক পরা থাকলেও ভোটারদের ভোট দিতে যাওয়ার জন্য উৎসাহিত করেছিলেন।
তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রীর ছেলে এবং তিনি নিজেও দেশটির সাবেক মৎসমন্ত্রী ও আমলা ছিলেন।
কঙ্গো-ব্রাজাভিলের নির্বাচনী আইনে কোনো প্রার্থীর মৃত্যু হলেও নির্বাচন বাতিল বা স্থগিত হয় না।