ক্যাটাগরি

ছোট নাম, পরিচ্ছন্ন নকশা নিয়ে এলো অপেরা আইওএস সংস্করণ

অ্যাপের ভেতরেও ঢেলে সাজিয়েছে অপেরা। এখন আর অ্যাপের আইকনের রং বেগুনি নয়, লাল। অ্যাপে নিচের বার এবং ‘ফাস্ট অ্যাকশন বাটন’-এ চোখে পড়বে নতুন আইকন।

এনগ্যাজেট উল্লেখ করেছে, অ্যাপকে আরও পরিচ্ছন্ন রূপ দিতে বাবল এবং অন্যান্য উপাদান থেকে ছায়া সরিয়ে নিয়েছে অপেরা। এমনকি থাকবে না তির্যক ব্যাকগ্রাউন্ডও। গোটা অ্যাপেই চোখে পড়বে রংয়ের পরিবর্তন।

অপেরা জানিয়েছে, ফেব্রুয়ারি পর্যন্ত হিসেব করলে, গত ১২ মাসে অপেরার আইওএস অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ৬৫ শতাংশ। আইওএস ১৪’তে ব্যবহারকারীদের হাতে ডিফল্ট ব্রাউজার পরিবর্তনের সুযোগ তুলে দিয়েছে অ্যাপল। অপেরা বলছে, ব্যবহারকারীর সংখ্যা বাড়ার পেছনে অ্যাপলের সিদ্ধান্ত খানিকটা ভূমিকা রেখেছে।

নতুন করে সাজানো আইওএস অপেরা অ্যাপ আজ-ই অ্যাপ স্টোরে চলে আসছে। বিদ্যমান ব্যবহারকারীদের জন্য ধীরে ধীরে আপডেট নিয়ে আসবে বলে জানিয়ে রেখেছে অপেরা।