সোমবার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের বহুতকুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কাদের ফকির (৬০) ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের বহুতকুলের বাসিন্দা।
গ্রেপ্তার মেহেদী হোসেন (২২) একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
ধামরাই থানার উপ-পরিদশক রাসেল হোসেন জানান, নিহত কাদের ফকিরের পরিবার ডোবাটি
ভোগ দখল করে আসছিল।
“দুপুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষ পারভেজ ডোবার মালিকনা দাবি করে
বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
“এ সময় পারভেজ নামের ওই যুবক গলা টিপে ধরলে প্রতিপক্ষ আব্দুল কাদের মারা
যান।”
পারভেজ পালিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, তবে পুলিশ পারভেজের পক্ষের একজনকে
গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় ধামরাই থানায় মামলার প্রস্তুতি চলছে।