সোমবার দুপুরে তিনি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে
নেপালের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি বিদ্যা দেবী ভাণ্ডারীর হাতে মুজিববর্ষ
উপলক্ষে স্মরক উপহার তুলে দেন।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে দুই দিনের
সফরে সোমবার সকালে ঢাকা পৌঁছান বিদ্যা
দেবী ভাণ্ডারী। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
নেপালের
কোনো প্রেসিডেন্টের এটাই প্রথম বাংলাদেশ সফর। সফরে বিদ্যা দেবীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী
ও পররাষ্ট্র সচিব ছাড়াও উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দুপুরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন । ছবি: পিএমও
বিদ্যা
দেবী ভাণ্ডারী বিমানবন্দর থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান এবং মুক্তিযুদ্ধের বীর
শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিকালে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও বৈঠক করবেন নেপালের প্রেসিডেন্ট।
পরে তিনি বঙ্গভবনে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।