ক্যাটাগরি

রাজশাহীতে ধর্ষণের দায়ে সৎ বাবার ফাঁসির রায়

রাজশাহীর
নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক মো. মনসুর আলম সোমবার এ রায়
ঘোষণা করেন।

একই
সঙ্গে তার এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।

সাজাপ্রাপ্ত
নজরুল ইসলাম (৫০) রাজশাহী শহরের রাজপাড়া থানার বাজে সিলিন্দা এলাকার বাসিন্দা।

রায়
ঘোষণার সময় আদালতের কাঠগড়ায় ছিলেন আসামি।

রাষ্ট্রপক্ষের
আইনজীবী রাশেদ উন নবী আহসান মামলার নথির বরাতে জানান, ২০১৮ সালের ১৪ মে ১৫ বছর
বয়সী সৎ মেয়ের গলায় ছুরি ধরে ধর্ষণ করেন নজরুল। এতে কিশোরী গর্ভবতী হয়। বিষয়টি
জানাজানি হলে ২০১৯ সালে ১৫ ফেব্রুয়ারি কিশোরীর মা রাজপাড়া থানায় নজরুলের বিরুদ্ধে
মামলা করেন।

সাক্ষ্য-প্রমাণ
শেষে আদালত নজরুলকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে বলে জানান আইনজীবী রাশেদ উন
নবী।