ক্যাটাগরি

আদমজী কোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি

অতিরিক্ত সচিব (পাট) সাবিনা ইয়াসমিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয় বলে মন্ত্রণালয়ের পাট-১ অধিশাখার এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন বিজেএমসির পরিচালক (গবেষণা ও মান উন্নয়ন), ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা, বিজেএমসির সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল অধিদপ্তরের একজন উপ-পরিচালক পদ মর্যাদার কর্মকর্তা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব মো. ইমরান আহমেদ।

কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

মতিঝিলের আদমজী কোর্টে অগ্নিকাণ্ড
 

সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে আদমজী কোর্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিকাল সাড়ে তিনটায় দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিলে ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, ভবনের সপ্তম তলায় কাগজপত্রের একটি গুদামে আগুনের সূত্রপাত।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল হাসান জানিয়েছেন, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিজেএমসি ভবনের আগুন পুরোপুরি নেভানো হয়। এ সময় দুজন ফায়ারম্যান ধোঁয়ায় অসুস্থ হন। এছাড়া আর কেউ আহত হয়নি।