ক্যাটাগরি

গাজীপুরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

জয়দেবপুর থানার ওসি মামুন আল রশীদ জানান,
সোমবার সকাল ৯টার দিকে বাঘের বাজার বানিয়ারচালা এলাকা থেকে শান্ত নামে এই শিশুর লাশ
উদ্ধার করেন তারা।

শান্ত ময়মনসিংহের গফরগাঁও থানার চরম সলন্দ
উত্তর নয়াপাড়া এলাকার সাদেক আলীর ছেলে। বানিয়ারচালা এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায়
থাকত শন্ত।

ওসি মামুন বলেন, সাদেক বাঘের বাজার এলাকার
আতাব উদ্দিন মুন্সীর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে এলাকায় চটপটি বিক্রি করেন।
রোববার বিকালে শান্তকে বাড়ি রেখে পাশের বাসা যান তার মা। ফিরে এসে তাকে না পেয়ে খোঁজাখুঁজি
শুরু করেন। কোথাও না পেয়ে এলাকায় মাইকিং এবং জয়দেবপুর থানায় জিডি করে পরিবার। সকালে
এলাকাবাসী বাড়ির পাশের টয়লেটের সেপটিক ট্যাংকের টিনের ঢাকনা খুলে লাশ দেখতে পায়।