ক্যাটাগরি

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সোমবার সকালে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট বাজার ফায়ার স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ নাজিরহাট ফাঁড়ির এসআই বেলাল হোসেন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি
বলেন, ইট বোঝাই ট্রাকটির সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে একজন ঘটনাস্থলেই মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অটোরিকশার
আরেক আরোহীর মৃত্যু হয় বলে জানান এসআই বেলাল।

নিহতদের একজনের নাম মানিক আচার্য্য, বয়স ৫৫ বছর। অন্যজনের বয়স আনুমানিক ২০ বছর; তবে
তার পরিচয় জানা যায়নি।

আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।