ক্যাটাগরি

জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ।

ভোরে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়েছিল। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন।


জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যু
 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোকবার্তায় বলেন, “আতিকউল্লাহ খান মাসুদ সংবাদ প্রকাশে সবসময়ই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে সমুন্নত রেখেছেন।”

সরকারপ্রধান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আতিকউল্লাহ খান মাসুদ গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার সম্পাদনায় ১৯৯৩ সালে দৈনিক জনকণ্ঠ প্রকাশিত হয়।