সোমবার
বিকেলে শহরের বুলুপাড়া মহল্লার হাজিপাড়ায় এ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের ঘরে থাকা সব
কিছুই পুড়ে গেছে।
ফায়ার
সার্ভিসের সদস্যরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জয়পুরহাট
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সানাউল হক জানান, অগ্নিকাণ্ডে ২টি গরু, ২টি
ছাগল এবং ঘরে থাকা ৩০ হাজার টাকা পুড়ে যায়।
“এছাড়া
ঘরের যাবতীয় মালামাল বিশেষ করে চাল, ডাল, কাপড়-চোপড়, নগদ টাকা, জমির দলিলসহ
অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে।”
বৈদ্যুতিক
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ধারণা করছেন তিনি।
ক্ষতিগ্রস্ত
ওয়াজ জরিনা বেওয়া, মাবুদ, রেজাউল, রুবি, শফিকুল ও শফিকুল ইসলাম জানান, তাদের
পরিবারগুলোর সদস্যেদের পরনের কাপড় ছাড়া সব
কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
পৌর
মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে তার তহবিল
থেকে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের হাতে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা এবং ৩০টি কম্বল
তুলে দেন।
জেলা
প্রশাসক শরীফুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়
ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময়
জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের জন্য দুই বান্ডিল করে টিন এবং ঘর মেরামত করার
জন্য ৬ হাজার করে টাকা প্রদানের কথা জানান ডিসি।