ক্যাটাগরি

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় বিএনপি: ওবায়দুল কাদের

সোমবার নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নিজের সরকারি বাসভবন
থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে এগিয়ে
যাওয়া বাংলাদেশ যখন বিদেশি সরকার প্রধানদের প্রশংসায় ভাসছে, তখন সাম্প্রদায়িক সম্প্রীতি
বিনষ্ট ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় নির্লজ্জ মিথ্যাচারে নেমেছে বিএনপি।”

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক অপশক্তি আবারও মাথা চাড়া দিয়ে উঠছে,
আর তাদের পেছনে বিএনপির উসকানি ও পৃষ্ঠপোষকতা রয়েছে।

“এখনো বাতাসে ষড়যন্ত্রের গন্ধ শোনা যাচ্ছে, এখনো কালনাগিনীর বিষাক্ত ছোবল
ও উগ্র সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে ঐকবদ্ধ থাকতে হবে।”

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালার পর দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠোর সিদ্ধান্ত
আসছে বলে সতর্ক করেন আওয়ামী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

নির্বাচনী প্রচারণা ও দলীয় কার্যক্রমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার
আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “কমিটি গঠনের ক্ষেত্রে নিবেদিত প্রাণ
ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। বিতর্কিত ব্যক্তি ও বসন্তের কোকিলদের দলে আনা
যাবে না। দলের দুঃসময়ে এদের কেউ পাশে থাকবে না। পক্ষান্তরে ত্যাগীরাই দলকে আঁকড়ে ধরে
থাকবে।”

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা মেনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে
কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।