সোমবার সকাল ১০টায় নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় নাটোর-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক (৪৬) সোনালী ব্যাংক বড়াইগ্রাম শাখায় কর্মরত ছিলেন। তিনি সদর উপজেলার শিবদুর্গা গ্রামের মোহাম্মদ নাজির আলীর ছেলে।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার জন্য সকাল ১০টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া চেকপোস্টে যান।
এ সময় তাকে দ্রুতগামী এক বাস চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘাতক বাসটিকে বিকেল অবধি আটক করতে পারেনি বলে জানায় পুলিশ।