ক্যাটাগরি

নাটোরে শোবার ঘরে গৃহবধূর গলাকাটা লাশ

সোমবার সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নারিবাড়ি গ্রাম থেকে তার উদ্ধারের
পর নমুনা সংগ্রহের জন্য সিআইডিকে ডেকেছে পুলিশ।

নিহত সেলিনা বেগম (৪৫) ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা
নারিবাড়ি গ্রামের দিনমজুর নজরুল ইসলামের বাড়িতে যান। বাড়ির শোবার ঘরের খাটের ওপর থেকে
তার স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া না গেলেও পুলিশ হত্যার কারণ উদ্ঘাটনে কাজ শুরু
করেছে। ঘটনার পর বাড়িতে নিহতের স্বামীকে পাওয়া যায়নি বলেন তিনি।

তবে নিহতের মেয়ে ববি আক্তার জানান, সকালে তার বাবা কাজের সন্ধানে বাড়ি
থেকে বের হয়েছেন।

বিকেল ৪টার দিকে তিনি তার মাকে বাসায় একা রেখে দর্জির বাড়িতে যান। ৫টার
দিকে বাড়িতে ফিরে খাটের ওপর মায়ের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন বলছেন তিনি।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

তার ধারণা বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে কেউ তার মাকে গলা কেটে হত্যা করেছে।