ক্যাটাগরি

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত

সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এ দুর্ঘটনায়
আরও ৫ জন আহত হয়েছেন।

নিহত রেজাউল (৪০) নরসিংদীর মাদবদী এলাকার আজমল হোসেনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, ওই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মোকলেছুর রহমান
জানান, দুপুর দেড়টায় মহাসড়কে শিমরাইল ইউটার্নে গাড়ি ঘোরানোর সময় দ্রুতগামী একটি ট্রাক
নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপভ্যানকে ধাক্কা দেয়।

এ সময় পাশাপাশি আরও কয়েকটি গাড়িতে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনটি প্রাইভেট
কার, তিনটি পিকআপ এবং দু’টি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়।

“এতে ঘটনাস্থলেই রেজাউল নামের একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।”

এ দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয়
বেসরকারি হাসপাতালে পাঠায়৷

লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।