রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুউদ্দিন জানান, মামলার পর গ্রেপ্তার করে সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটক সৈয়দ মো. ওসমান গনি (৩০) রামপাল উপজেলার শ্রীফলতলা উত্তর হাজি আরিফ কেরাতুল কোরান হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইখালি গ্রামের সৈয়দ হাসান আলীর ছেলে তিনি।
১১ বছরের শিক্ষার্থীর বাড়ি রামপাল উপজেলার গাববুনিয়া গ্রামে।
ওসি গনি মামলার নথির বরাতে বলেন, শনিবার সকালে মাদ্রাসার আবাসিক এই শিক্ষার্থী কাউকে কিছু না বলে বাড়ি চলে যায়। পরদিন মাদ্রাসায় ফিরলে ওসমান গনি তাকে ‘না বলে চলে যাওয়ার কারণে’ একটি কক্ষে নিয়ে হাত-পা বেঁধে লাঠি দিয়ে পেটান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা দাগ হয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধারসহ শিক্ষক ওসমান গনিকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, ছাত্রের বাবা ওসমান গনির বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার তাকে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ৈছে।