রোববার রাজ্যটির বিকানের জেলার হিম্মতসর গ্রামে শোচনীয় এই ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
এলাকার সার্কেল অফিসার (সিও) পবন ভাদুরিয়া এক বিবৃতিতে বলেন, “খেলার সময় শিশুরা ওই বাড়িতে রাখা লোহার তৈরি একটি শস্য গোলায় ঢুকে মুখ বন্ধ করে দেয়, তারপর তারা আর বের হতে পারেনি। যখন এ ঘটনা ঘটে তখন ওই বাড়িতে কেউ ছিল না, তাই সময়মতো তাদের উদ্ধারও করতে পারেনি।”
পুলিশ জানায়, ভীয়ারাম ও তার স্ত্রী কাজ শেষে দুপুর আড়াইটার দিকে (স্থানীয় সময়) মাঠ থেকে ফিরে আসে। শিশুদের মা সন্তানদের খোঁজ শুরু করেন কিন্তু পাচ্ছিলেন না। এরপর প্রায় ৪টার দিকে গোলার মুখ খুলে ভেতরে নিজের চার সন্তান ও ভাতিজিকে দেখতে পান তিনি।
এর পরপরই সেবারাম (৪), রাধা (৫), রাভিনা (৭), পুনম (৮) ও মালিকে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন বলে বিকানের জেলার পুলিশ সুপার প্রীতি চন্দ্রা জানান।
মারা যাওয়া শিশুদের মধ্যে চারটি মেয়ে ও একটি ছেলে বলে জিফাইভ নিউজ জানিয়েছে।