ক্যাটাগরি

মেয়েদের কোপা লিবের্তাদোরেসে চ্যাম্পিয়ন ব্রাজিলের ফেররোভিয়ারিয়া

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলে নারীদের শীর্ষ প্রতিযোগিতার ১২ আসরে ৯ বারই শিরোপা জিতল ব্রাজিলের ক্লাব।

২০২০ আসরের ফাইনালে রোববার আমেরিকাকে ২-১ গোলে হারিয়েছে ফেররোভিয়ারিয়া। তিনটি গোলই হয় ম্যাচের প্রথমার্ধে।

প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে ষষ্ঠ মিনিটে ফেররোভিয়ারিয়াকে এগিয়ে নেন সোচোর। স্পট কিকে ৩৯তম মিনিটে সমতা আনেন কাতালিনা উসমে।

এর খানিক পরেই ফেররোভিয়ারিয়াকে আবারও এগিয়ে নেন আলিনে মিলেনে। ৪২তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধে আমেরিকার তিনটি প্রচেষ্টা পোস্টে লেগে ফিরলে খুব কাছ থেকে শিরোপা হারানোর হতাশায় মাঠ ছাড়ে তারা।

২০১৫ সালে এই টুর্নামেন্টে প্রথম শিরোপা জিতেছিল ফেররোভিয়ারিয়া।

গত বছরের সেপ্টেম্বরে চিলিতে হওয়ার কথা ছিল এই আসর। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে পিছিয়ে দেওয়া হয়। পরিবর্তিত সূচিতে গত ৫ মার্চ আর্জেন্টিনায় শুরু হয় টুর্নামেন্টটি।