ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ‘প্রথম বাংলাদেশি মেয়র’ হচ্ছেন মিলবোর্নে

কারণ, আসছে ১৮ মে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রাইমারি নির্বাচনে মেয়র পদে ডেমক্র্যাটিক পার্টির যে দুজন মাঠে নেমেছেন উভয়েই বাংলাদেশি-আমেরিকান।

এ দুই প্রার্থী হলেন মো. নূরুল হাসান ও মাহাবুবুল তৈয়ব। নূরুল হাসান বর্তমানে মিলবোর্ন বরোর ভাইস প্রেসিডেন্ট। অপরজন হলেন একই সিটির কাউন্সিলম্যান। উভয়েই চট্টগ্রামের সন্তান।

প্রাইমারি নির্বাচনে যিনি জয়ী হবেন তিনিই ‘প্রথম বাংলাদেশি মেয়র’ হবেন বলে মন্তব্য করেছেন পেনসিলভেনিয়ায় কমিউনিটি নেতা ইবরূল হাসান চৌধুরী।

ইবরূল বলেন, “এ সিটিতে ভোটার সংখ্যা ৫৩০। এর মধ্য ৫০ জন রিপাবলিকান, বাকি সবাই ডেমক্র্যাট। অর্থাৎ ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন পাবার অর্থ হলো নির্বাচনে জয়ী হওয়া। এ সিটিতে প্রায় ১৪০ জন বাংলাদেশি ভোটার। আর প্রাইমারিতে এবারই কোন আমেরিকান অথবা ভিন্ন জাতি-গোষ্ঠির কেউ মেয়র পদে মাঠে নামেননি।”

মো. নূরুল হাসান ১৫ বছর ধরে ‘বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার’ বিভিন্ন দায়িত্ব পালনের পর বর্তমানে এর সাধারণ সম্পাদক। তিনি ‘পিপল এন টেক’ এর ফিলাডেলফিয়া ক্যাম্পাসের নির্বাহী প্রধান। অপর প্রার্থী মাহাবুবুল তৈয়বও ১৫ বছর ধরে ‘বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার’ বিভিন্ন পদে কাজ করছেন।

পেনসিলভেনিয়ার ডেলাওয়্যার কাউন্টির দক্ষিণ-পূর্ব বিভাগে অবস্থিত মিলবোর্ন বরো। এটি হলো যুক্তরাষ্ট্রের সিটির মধ্যে সবচেয়ে ছোট। এখানে ১৫০০ লোকের বাস। আকারে ০.১ বর্গ মাইল। ১৯০৯ সালে বরোটি প্রতিষ্ঠিত হয়।

বরো অব মিলবোর্ন প্রশাসনে বর্তমান রূপ হল মেয়র-কাউন্সিল। মিলবোর্ন বরো কাউন্সিল পাঁচজন নির্বাচিত সদস্য নিয়ে গঠিত যার প্রত্যেকটিতে চার বছরের ওভারল্যাপিং মেয়াদ থাকবে। বরো কাউন্সিল সদস্য ছাড়াও মিলবোর্ন বরোর বাসিন্দারা মেয়র নির্বাচন করেন। পুলিশের সব কার্যক্রম পরিচালনার প্রাথমিক দায়িত্বসহ মেয়রের মেয়াদ চার বছর।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!