ক্যাটাগরি

ফরিদপুরে মিলল নিখোঁজ অটোচালকের দগ্ধ লাশ

সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে উদ্ধার করা এ লাশ মঙ্গলবার শনাক্ত করেন স্বজনরা।

নিহত বাবুল হোসেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বর্ণি গ্রামের এসকেন মোল্লার ছেলে। গত ২১ মার্চ থেকে নিখোঁজ ছিলেন তিনি।

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, স্থানীয়দেরকাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।

“অন্যত্র হত্যা করার পর লাশের পরিচয় গোপন করতে আগুনে পোড়ানোর চেষ্টা করে থাকতে পারে দুবৃত্তরা।”

তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের ভাই হেলাল হোসেন জানান, প্রতিদিনের মতো গত ২১ মার্চ সন্ধ্যায় বাবুল অটোরিকশা নিয়ে ভাড়ায় চালানোর জন্য বের হয়। ঘরে না ফেরায় পুলিশকে অবহিত করা হয়।

ফরিদপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে এসে পরনের কাপড়ের অংশ এবং আকৃতি দেখে লাশ শনাক্ত করেন তিনি।