ক্যাটাগরি

সফর শেষে দেশের পথে নেপালের প্রেসিডেন্ট

মঙ্গলবার বিকাল সাড়ে
৩টার দিকে নেপাল এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। শাহজালাল আন্তর্জার্তিক
বিমান বন্দরে নেপালের প্রেসিডেন্টকে বিদায় জানান পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও এসময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল
হামিদের আমন্ত্রণে দুদিনের সফরে সোমবার ঢাকা পৌঁছান প্রেসিডেন্ট ভাণ্ডারী। নেপালের
কোনো প্রেসিডেন্টর এটাই প্রথম বাংলাদেশ সফর।

সফরের প্রথম দিন ঢাকায়
পৌঁছে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিদ্যা দেবী ভাণ্ডারী। বিকালে
জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে তিনি সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন। এর আগে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ছবি: পিআইডি

ছবি: পিআইডি

সোমবার বিকালে রাষ্ট্রপতি
আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে বৈঠক হয় নেপালের প্রেসিডেন্টের। পরে দুই রাষ্ট্রপ্রধানের
উপস্থিতিতে চারটি এমওইউ স্বাক্ষরিত হয়। বঙ্গভবনে নৈশভোজেও অংশ নেন বিদ্যা দেবী ভাণ্ডারী।

মঙ্গলবার দুপুরে ধানমণ্ডির
৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেপালের প্রেসিডেন্ট। ঢাকায়
নেপাল দূতাবাসের একটি অনুষ্ঠানেও তিনি যোগ দেন।