ক্যাটাগরি

ইস্টারের ছুটিতে জার্মানি লকডাউন থাকছে

যার অর্থ, ইস্টারের ছুটির প্রায় পুরো সময়ই জার্মানি জুড়ে লকডাউন থাকবে। আগামী ৪ এপ্রিল রোববার খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে।

বিবিসি জানায়, আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা করে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল চলমান লকডা‌উনের মেয়াদ আগামী ১৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

তারমধ্যে ১ থেকে ৫ এপ্রিল সবথেকে বেশি কড়াকড়ি জারি করা হয়েছে। ওই সময়ে সব দোকানপাট বন্ধ থাকবে এবং জমায়েতের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মেরকেল বলেন, ‘‘জার্মানিতে বর্তমানে খুবই গুরুতর পরিস্থিতি বিরাজ করছে। প্রতিদিনই নতুন শনাক্তের সংখ্যা উল্লেখযোগ্যহারে বাড়ছে এবং আইসিইউ শয্যাগুলো আবারও রোগীতে ভরে গেছে।”

টিকাদান শুরু হওয়ার পরও গত কয়েক সপ্তাহে ইউরোপ জুড়ে কোভিড-১৯ সংক্রমণ দ্রুতগতিতে বাড়ছে। জার্মানিতে প্রতি এক লাখ মানুষে ১০০ জনের বেশি এ রোগে আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘন্টায় সেখানে ৭,৪৮৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ২৫০ জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় আরো ৪৭১ জন রোগীকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। দেশটিতে এদিন ১৫ হাজার ৭৯২ জন নতুন রোগী শনাক্ত হয়।

ডেনমার্কের নেতারা অবশ্য লকডাউনে আরোপ করা বিধিনিষেধ আরেকটু শিথিল করার দাবি জানিয়েছেন। দেশটিতে আগামী ৬ এপ্রিল থেকে আরো অনেক শিশু স্কুলে যেতে শুরু করবে। সেখানে পুনরায় সেলুন চালু করা হয়েছে।