মঙ্গলবার রাতে হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল বিকালে আমরা করোনাভাইরাসের রিপোর্ট পেয়েছি। আজকে আবারও টেস্ট করানোর পর দ্বিতীয় বার পজিটিভ রেজাল্ট পেয়ে উনাকে ল্যবএইড হাসপাতালে ভর্তি করেছি।
“উনার শারীরিক অবস্থা ভালো আছে, ডাক্তারের পরামর্শে হাসপাতালে চিকিৎসা চলছে।”
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের এ খোদা বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাজী মোহাম্মদ সেলিম মঙ্গলবার ভর্তি হয়েছেন।
“তবে উনার অবস্থা ভালো। তিনি আমাদের করোনা ইউনিটের কেবিনে ভর্তি আছেন।”