গত বছরের
১৪ ডিসেম্বরের পর চট্টগ্রাম জেলায় একদিনে সর্বোচ্চ সংক্রমণ হল গত ২৪ ঘণ্টায়। গত বছরের
ওইদিন ওইদিন কোভিড-১৯ শনাক্ত হয়েছিল ২৮৫ জনের।
চট্টগ্রাম
জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, গত ২৪ ঘণ্টায় আটটি ল্যাবে ১৯৪৮টি নমুনা পরীক্ষায়
২৭২ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে মহানগরীতেই ২৩৪ জন। এদিন কোনো মৃত্যু নেই।
নমুনা
পরীক্ষার হিসেবে শনাক্তের হার প্রায় ১৪ শতাংশ।
এদিকে
হাসপতালগুলোতেও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এ রোগের জন্য বিশেষায়িত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বর্তমানে ৫৬ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে আইসিউতে ভর্তি
আছে ১০ জন।
জেনারেল
হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আবদুর রব জানান, হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা
বাড়ছে। আইসিউতে ভর্তি রোগীদের অবস্থাও ভালো না। জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তের
জন্য ১৫০ শয্যা রয়েছে।
“স্বস্থ্যবিধি
না মানা এবং মানুষের বেপরোয়াভাবের কারণে কোভিড-১৯ আক্রান্ত বাড়ছে। ব্যক্তিগত চেম্বারেও
এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে।”
চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর বলেন, মঙ্গলবার
হাসপাতালের দুইশ শয্যার করোনা ইউনিটে রোগী আছে ১০৫ জন। এর মধ্যে ৭১ জন হলুদ জোনে এবং
৩৪ জন রেড জোনে ভর্তি আছে।