ক্যাটাগরি

কিশোরগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক আটক

সোমবার রাতে ভৈরব পৌরসভার ভৈরববাজার ঋষিপট্টি এলাকায় এই ঘটনা ঘটে বলে মেয়েটির স্বজনের অভিযোগ।

আটক হাছান আলী (৩০) ভৈরববাজার ঋষিপট্টি এলাকার প্রয়াত শাহজাহান আলীর ছেলে।

এদিকে, এই ঘটনার পরপর মেয়েটির এক মামাত ভাই হাসান আলীকে ছুরিকাঘাত করেছেন।

ভৈরব থানার এএসআই মো. কামরুল হোসেন বলেন, এলাকাবাসী হাসান আলীকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই মেয়েটির এক মামাত ভাই হাসান আলীকে ছুরিকাঘাত করেছে।

“তাই ধর্ষককে আটকের পাশাপাশি ওই যুবককেও আটক করা হয়েছে।”

আহত হাসান আলীকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এএসআই কামরুল জানান।

মেয়েটির পরিবারের লোকজন জানান, রাতে মেয়েটি পিঠা আনতে বাড়ি থেকে বের হওয়ার পর হাসান আলী তাকে কৌশলে একটি করাতকলের পাশে নির্জন স্থানে নিয়ে যান। পরে সেখানে এই কিশোরীকে ধর্ষণ করেন। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে হাসান আলীকে ধরে পুলিশে খবর দেয়।

এই ঘটনার পর দুইটি মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মেয়েটির মা বাদী হয়ে হাসান আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেছেন।

অপর মামলাটি করেছেন হাসান আলীর বোন রুপা আক্তার। এই মামলায় রুপা প্রতিবন্ধী কিশোরীর মামাত ভাইকে আসামি করেছেন।

মেয়েটির ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।