মঙ্গলবার সকালে কড়াইল বস্তির পাশের লেক থেকে ২৪ বছর বয়সী হাসি বেগম এবং তার আট বছরের ছেলে নিরব হোসেনের লাশ উদ্ধার করা হয়।
হাসির স্বামী রুবেল ঘটনার পর থেকে পলাতক বলে জানিয়েছেন বনানী থানার ওসি নূরে আযম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লেকে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মা-ছেলে দুজনকেই ‘শ্বাসরোধে হত্যা’ করা হয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন।
“হাসির সঙ্গে তার স্বামীর কলহ চলছিল। এর জেরে কয়েককদিন আগে হাসি কড়াইল বস্তিতে তার ভাইয়ের বাসায় চলে আসে।”
এরপর হাসিকে ফিরিয়ে নিতে তার স্বামী রাজমিস্ত্রী রুবেলও সোমবার বিকালে কড়াইল বস্তিতে আসেন।
ওসি বলেন, “স্থানীয়রা বলেছে, রাতে লেকের কাছে বসে রুবেল আর হাসি ঝগড়া করছিল। কিন্তু রুবেল যে ওইভাবে হত্যাকাণ্ড ঘটাবে, তা তারা বুঝতে পারেনি। পরিবার ভেবেছিল ঝগড়াঝাটি হয়ে নিজেদের মধ্যে মিল হয়ে যাবে।”
এ ঘটনায় মামলা বনানী থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।