ক্যাটাগরি

গ্যাসলাইনে ফুটো, ঢাকার বড় এলাকায় ভোগান্তি

এ কারণে মোহাম্মদপুর, ধানমণ্ডি, হাজারীবাগ, মিরপুর, শ্যামলী, গ্রিনরোডসহ আরো কিছু এলাকায় চুলা জ্বলছে না মঙ্গলবার সকাল থেকে ।

বিতরণ সংস্থা তিতাস এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলেছে, ইতোমধ্যে তারা মেরামত শুরু করেছে। তবে সন্ধ্যার আগে সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

তিতাসের জনসংযোগ বিভাগের কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন জানান, ঢাকার আমিন বাজারে সড়ক ও জনপথ বিভাগের সড়ক উন্নয়ন কাজের সময় তিতাস গ্যাসের উচ্চচাপ গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে মোহাম্মদপুর, ধানমণ্ডি, হাজারীবাগ, মিরপুর, গ্রিনরোডসহ বেশ কিছু এলাকায় সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে।

“লিকেজ মেরামত কাজ সম্পন্ন হলে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। সম্মানিত গ্রাহকদের অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।”

এদিকে হঠাৎ এই গ্যাস সঙ্কটে ভোগান্তির মধ্যে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা।

শ্যামলী এলাকার জান্নাত চামেলী বলেন, “সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে দেখি চুলা জ্বলছে না। সকাল ১০টা বেজে গেলেও গ্যাস আসেনি। আগে থেকে কোনো ঘোষণাও তো পাইনি।”

মিরপুর, মোহাম্মদপুর ধানমণ্ডি এলাকার বাসিন্দাদের কাছ থেকেও গ্যাস নিয়ে এমন ভোগান্তির খবর পাওয়া গেছে।