মঙ্গলবার থেকে নগরীর ডবলমুরিং থানা পুলিশের সদস্যরা এ উদ্যোগ গ্রহণ করে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিনের মতো ডবলমুরিং থানা এলাকায় বিভিন্ন গণপরিহন ও ৬০টি স্পটে মাস্ক বিতরণ করা হয়।”
থানা পুলিশের সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও প্রতিদিন বিভিন্ন স্থানে মাস্ক বিলি করে আসছে বলে জানান তিনি।

ওইসব স্থানে যাদের মুখে মাস্ক ছিল তাদেরকে পুলিশের পক্ষ থেকে আরও দু্ইটি মাস্ক দেওয়া হয়।
আর যাদের ছিল না তাদের একটি করে মাস্ক বিতরণ করে তা পরতে উদ্ধুদ্ধ করা হয়।
ওসি মহসিন বলেন, “রোববার থেকে সারা দেশের মতো চট্টগ্রাম নগর পুলিশও জনগণকে মাস্ক পড়তে উদ্ধুদ্ধকরণ কর্মসুচিতে নেমেছে।”
আগামী এক মাস এই ‘মাস্ক পরলে মাস্ক ফ্রি’ কর্মসূচি পরিচালনা অব্যাহত থাকবে।