ক্যাটাগরি

চোটে মাঠের বাইরে ক্রুস

তার অ্যাডাক্টর চোটের বিষয়টি মঙ্গলবার এক টুইটার বার্তায় দলের পক্ষ থেকে জানানো হয়। ৩১ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকা স্পেনে ফিরে যাবেন বলেও জানানো হয়েছে।

২০২২ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আগামী বৃহস্পতিবার সফরকারী আইসল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। তিন দিন পর ইওয়াখিম লুভের দলের প্রতিপক্ষ স্বাগতিক রোমানিয়া। আগামী ৩১ মার্চ ২০১৪ বিশ্ব চ্যাম্পিয়নরা খেলবে সফরকারী নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে।

ক্রুসের চোট দুশ্চিন্তা হয়ে এসেছে রিয়ালের জন্যও। মৌসুমে দলটির সেরা পারফরমারদের একজন তিনি। গত শনিবার লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে করিম বেনজেমার দুটি গোলেই ছিল তার অবদান।

দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতির মাঝেই তার সুস্থতা কামনা করবে মাদ্রিদের দলটি। কেননা আগামী ৬ ও ১৪ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে জিনেদিন জিদানের দলের প্রতিপক্ষ লিভারপুল। এর মাঝে ১০ এপ্রিল লিগে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।