ক্যাটাগরি

চ্যাম্পিয়নশিপ লিগে ভিক্টোরিয়াকে উড়িয়ে শীর্ষে নোফেল

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার ভিক্টোরিয়াকে ৪-০ গোলে হারায় নোফেল। দলের জয়ে জোড়া গোল করেন হেলাল। একটি করে গোল নাজিম ও সাগরের।

১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে উঠেছে নোফেল। এক ম্যাচ কম খেলা স্বাধীনতা ক্রীড়া সংঘ নেমে গেছে দ্বিতীয় স্থানে। ১০ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে ভিক্টোরিয়া।

দিনের অন্য ম্যাচে ১-১ ড্র করেছে অগ্রণী ব্যাংক ও ফর্টিস একাডেমি। ২১তম মিনিটে হাসানুজ্জামানের গোলে এগিয়ে যায় ফর্টিস। ৪৮তম মিনিটে আজাদের গোলে সমতায় ফেরে অগ্রণী ব্যাংক। ২৭তম মিনিটে লালকার্ড দেখেন অগ্রণী ব্যাংকের জাভেদ ও ফর্টিসের কৃষ্ণ।

১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অগ্রণী ব্যাংক। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ফর্টিস একাডেমি।