ক্যাটাগরি

ধানমণ্ডি প্লাজার দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ

ব্যবসায়ীরা বলছেন, প্রায় ৩০ বছর আগে তারা মোটা টাকায় দোকান কিনে ব্যবসা করে আসছেন। সম্প্রতি বিপণী বিতানের মালিকপক্ষ কোনো কারণ ছাড়াই মৌখিকভাবে তাদের দোকান ছেড়ে চলে যেতে বলছে। এ ব্যাপার তারা কোনো নোটিসও দেয়নি।

সেখানকার ফাস্ট ফুডের দোকান ‘ওয়েসি’র মালিক মাহফুজুল হক জানান, প্রায় ২৪টি প্রতিষ্ঠিত দোকান অযৌক্তিকভাবে ছেড়ে দিতে মৌখিকভাবে চাপ দিচ্ছে মালিকপক্ষ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ১০টার দিকে মালিকপক্ষের ১০-১২ জন সন্ত্রাসী আমার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর এবং দোকানের মালামাল বাইরে ফেলে তালা লাগিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে কর্মচারীদের প্রতিরোধের মুখে তারা চলে যায়।”

এ ঘটনায় ধানমণ্ডি থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।

এই বিপণী বিতানের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, “মালিকপক্ষ বেশ কয়েকদিন ধরে অন্যায় কাজ করে যাচ্ছে। কোনো নোটিস ছাড়াই রাতের আঁধারে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে।”

এসব অব্যাহত থাকলে আন্দোলনের কোনো বিকল্প নেই বলে জানান তিনি।

এ ব্যাপারে ধানমণ্ডি প্লাজার মালিক ইসফাত হোসেনকে বেশ কয়েকবার ফোন করা হয়। এসএমএস করে তার বক্তব্য জানানোর অনুরোধ করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে ধানমণ্ডি থানার ওসি একরাম আলী মিয়া বলেন, “মার্কেটের এবং দোকান মালিকদের মধ্যে কিছুদিন ধরে একটা বিরোধ চলছে। এই বিরোধকে কেন্দ্র করে সোমবার এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।”

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।