ক্যাটাগরি

নড়াইলের তুলারামপুর সেতুতে ধস 

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনার পর এ
সড়কে বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। 

নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী
প্রকৌশলী মো. আশরাফুজ্জামান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেতুর মাঝখানের
স্ল্যাব ভেঙে গেছে।

“আপাতত স্টিলের পাটাতন বসিয়ে সেতুটি চালু
করা হবে।” 

দীর্ঘদিনের পুরাতন সেতুটির পাশেই ছয় লেইনের
নতুন সেতু নির্মাণ কাজ চলছে। 

তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই
সোহরাব হোসেন বলেন, ঘটনার পর থেকে বাস, ট্রাকসহ বড় যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া
হয়েছে। এ সেতু ব্যবহারকারীদের বিকল্প পথ ব্যবহারের জন্য বলা হয়েছে।