ক্যাটাগরি

নিউ জিল্যান্ড-বাংলাদেশ ম্যাচে জেফ ক্রোর ৩০০

নিউ-জিল্যান্ড ও বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে ক্রোর ৩০০তম ওয়ানডে। তার আগে এই স্বাদ পেয়েছেন মাত্র ২ জন ম্যাচ রেফারি।

আশির দশকে নিউ জিল্যান্ডের হয়ে ৩৯ টেস্ট ও ৭৫ ওয়ানডে খেলা ব্যাটসম্যান ক্রো একদিক থেকে নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন। এমনিতে নিজ দেশের ম্যাচে কাউকে ম্যাচ রেফারি হিসেবে নিয়োগ দেয় না আইসিসি। তবে কোভিড মহামারীকালে ভ্রমণ জটিলতার কারণে আপাতত নিয়ম শিথিল করা হয়েছে। ক্রো তাই নিজের বিশেষ ম্যাচে দায়িত্ব পালন করতে পারছেন দেশেই।  

৩৬৩ ওয়ানডে পরিচালনা করে এই রেকর্ডে সবার ওপরে আছেন শ্রীলঙ্কান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে। ইংল্যান্ডের ক্রিস ব্রড দুইয়ে আছেন ৩২৬ ওয়ানডেতে দায়িত্ব পালন করে।

২২৩ ওয়ানডে পরিচালনা করে ক্রোর পরে আছেন ভারতের জাভাগাল শ্রীনাথ।

টেস্ট ক্রিকেটে একশ ম্যাচ পরিচালনা করা তিন ম্যাচ রেফারির একজন ক্রো (১০৩)। এখানেও তার ওপরে মাদুগালে (১৯৭) ও ব্রড (১০৬)।

টি-টোয়েন্টিতে আবার ক্রো সবার ওপরে, পরিচালনা করেছেন ১৩৫ ম্যাচ। ব্রড এখানেও দুইয়ে ১০৯ ম্যাচ পরিচালনা করে, মাদুগালে ১০৭।