ক্যাটাগরি

পুঁজিবাজারকে আরও জনবান্ধব করা হবে: অর্থমন্ত্রী

মঙ্গলবার দুপুরে মুজিববর্ষ ও
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন ৷

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের
পুঁজিবাজারকে আরও জনবান্ধব হিসেবে গড়ে তোলা হবে। পুঁজিবাজারের
ব্যাপকতা আগের তুলনায় বেড়েছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে
ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান
এফ রহমান, অর্থ
সচিব মো. আসাদুল ইসলাম ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান
অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম৷

বিএসইসি চেয়ারম্যান বলেন, “পুঁজিবাজারের
আইটি অবকাঠামো উন্নয়নের জন্য বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ হয়েছে। তারা এজন্য অনুদান
দিতে সম্মত হয়েছে। হয়তো সেটা কয়েক মাসের মধ্যে পেয়ে যাব।”