নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েকদিন পর জো বাইডেনকে লেখা পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেই ডুডার এক টুইটের প্রতিক্রিয়ায় জোলজেক প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে ওই শব্দটি লিখেছিলেন।
তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে এ পোলিশ লেখকের সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
মার্কিন গণমাধ্যমে বাইডেনের জয় নিশ্চিত হওয়ার খবর পেয়ে ৭ নভেম্বরের ওই টুইটে ডুডা ডেমোক্র্যাট প্রার্থীকে অভিনন্দন না জানিয়ে তার ‘সফল প্রচারণার’ প্রশংসা করেছিলেন।
“ইলেকটোরাল কলেজের মনোনয়নের অপেক্ষায় রয়েছি আমরা, আরও শক্তিশালী মিত্রতার জন্য পোল্যান্ড দুই দেশের মধ্যকার উচ্চ-পর্যায়ের ও উচ্চ-মানের কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখতে বদ্ধপরিকর,” লিখেছিলেন পোলিশ প্রেসিডেন্ট।
পরে ফেইসবুকে দেওয়া এক পোস্টে জোলজেক লেখেন, ব্যাপক আগ্রহ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে পড়াশোনা করলেও আগে কখনোই তিনি ‘ইলেকটোরাল কলেজের মনোনয়ন’ জাতীয় কিছু শোনেননি।
“জো বাইডেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। আর আন্দ্রেই ডুডা গণ্ডমূর্খ,” ফেইসবুক পোস্টে এমনটাই লিখেছিলেন জোলজেক।
পোলিশ এ লেখকের শব্দচয়নকে ‘আক্রমণাত্মক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন কৌঁসুলিরা।
পোল্যান্ডে রাষ্ট্র নেতা ও কোনো ধর্মকে অপমান ‘অপরাধ’ হিসেবে বিবেচিত হয়।
জোলজেক জানিয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়টি তিনি প্রথম গণমাধ্যমের কাছ থেকেই জানতে পেরেছেন।
পোল্যান্ডের সুপরিচিত লেখক জোলজেকের ২০১৪ সালের উপন্যাস ‘ব্লাইন্ডেড বাই দ্য লাইটস’ নিয়ে এইচবিও ইউরোপ টিভি সিরিজ করেছে।
ইউরোপের এ দেশটিতে রাষ্ট্রীয় প্রতীকের অপমানেও কারাদণ্ড হতে পারে। কেবল পোল্যান্ডের পতাকাই নয়, দেশটিতে কেউ বিদেশি কোনো পতাকা বা প্রতীককে অপমান করলেও তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।